বাংলাদেশে সেল্ফ ড্রাইভিং গাড়ি বানানোর প্রাথমিক সমস্যাগুলি।

Md Rana Mahmud
1 min readDec 5, 2020

বাংলাদেশে নিজে নিজে চলতে পারে এইরকম সেলফ ড্রাইভিং গাড়ি বানাতে গেলে যেসব সমস্যার মুখোমুখি হতে হবে:

১। অনেক রাস্তায় লেনের দাগ মুছে গেছে, ঠিকমত নেই।

২। রাস্তায় সিগন্যাল বাতি আছে কিন্তু কাজ করেনা ।

৩। রাস্তা খানাখন্দে ভরা।

৪। বছরের কোন না কোন সময় কোন না কোন রাস্তায় খুঁড়াখুঁড়ি চলতে থাকে ।

৫। রাস্তার অনেক সাইন মুছে গেছে, অনেক রোডের সাইনবোর্ডে লেখা নেই ।

৬। হুঁটহাঁট পথচারি রাস্তা পারাপারের জন্য দৌড় মারতে পারে ।

৭। হাইওয়েতে অনেক ধীরগতির যানবাহন চলাচল করে ।

৮ । গাড়ির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালায়।

৯। ওভারটেক করার প্রতিযোগিতা ।

১০ । যেখানে সেখানে আইন না মেনে যাত্রী উঠানামা করা ।

১১। বাংলাদেশে অনেক সাবমার্সিবল রোড আছে । যেগুলো বর্ষায় ডুবে যায়। সেই রাস্তার সাথে খাপ খাওয়ানো কঠিন ।

১২। যানবাহন তার নির্দিষ্ট লেন মেনে চলেনা ।

আপাতত এইগুলাই মাথায় আসছে ।

টাকাপয়সা আর ফান্ডিংয়ের ব্যাপারে একটা কথাই মাথায় ঘুরছে `লাগে টাকা দেবে গৌরী সেন‍‍` ।

5–12–2020,Bangladesh

--

--

Md Rana Mahmud

Sr. Data Scientist, Statistician, and Software Engineer. Loves programming and data science.